হয়তো

অনেকদিন কথা হবে না,
তারপর আবার একদিন তোমার ফোন আসবে,
উৎসাহ নিয়ে ছুটে যাবো ফোনের কাছে।
দুজন দুজনকেই জিজ্ঞেস করবো-
কেমন আছো?
আগের মতোই ,নাকি আগের থেকে ভালো?

কথার পিঠে কথা বাড়বে,
প্রেমের মিটারে পারদ চড়বে,
আমার তোমার হৃদয় আবার প্রেমে পড়বে।

– কিন্তু ফেরা হবে না।

✍️ প্রদীপ কুন্ডু

Leave a Comment